নাইজেরিয়ার প্রাক্তন গোলরক্ষক পিটার রুফাই ৬১ বছর বয়সে মারা গেলেন
আবুজা, ৪ জুলাই (হি.স.): নাইজেরিয়ার প্রাক্তন আন্তর্জাতিক গোলরক্ষক পিটার রুফাই ৬১ বছর বয়সে অসুস্থতার কারণে মারা গেলেন, বৃহস্পতিবার জাতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে। ডোডোমায়ানা নামে পরিচিত রুফাই নাইজেরিয়ার হয়ে ৬৫টি ক্যাপ অর্জন করেছেন এবং ১৯৯৪ এবং ১৯৯৮
নাইজেরিয়ার কিংবদন্তি পিটার রুফাই ৬১ বছর বয়সে মারা গেলেন


আবুজা, ৪ জুলাই (হি.স.): নাইজেরিয়ার প্রাক্তন আন্তর্জাতিক গোলরক্ষক পিটার রুফাই ৬১ বছর বয়সে অসুস্থতার কারণে মারা গেলেন, বৃহস্পতিবার জাতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে। ডোডোমায়ানা নামে পরিচিত রুফাই নাইজেরিয়ার হয়ে ৬৫টি ক্যাপ অর্জন করেছেন এবং ১৯৯৪ এবং ১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে খেলেছেন।

১৯৯৪ সালে তিউনিসিয়ায় অনুষ্ঠিত ফাইনালে জাম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে নাইজেরিয়া যখন দ্বিতীয় আফ্রিকা কাপ অফ নেশনস ট্রফি জিতেছিল, তখন তিনি সুপার ঈগলস দলেরও অংশ ছিলেন। “আমরা কিংবদন্তি সুপার ঈগলস গোলরক্ষক, নাইজেরিয়ান ফুটবলের একজন জায়ান্ট এবং ১৯৯৪ সালের 'এফকন' চ্যাম্পিয়ন পিটার রুফাইয়ের মৃত্যুতে শোকাহত,” নাইজেরিয়া ফুটবল ফেডারেশন সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ পোস্টে বলেছে।

এনএফএফের সাধারণ সম্পাদক মহম্মদ সানুসি বলেছেন, রুফাইয়ের মৃত্যু সত্যিই মর্মান্তিক। রুফাই , বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং স্পেনে বিদেশে খেলার আগে বেশ কয়েকটি নাইজেরিয়ান ক্লাবের হয়ে খেলেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande