এজবাস্টন, ৪ জুলাই (হি.স.) : ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় অধিনায়ক গিল ডাবল সেঞ্চুরির পর আরও একটি রেকর্ড গড়েছেন। ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ(২৬৯) রানের ইনিংস খেললেন গিল। আর তাঁর রেকর্ড গড়া ইনিংসে রানের পাহাড়ে চাপা পড়ল ইংল্যান্ড।
এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছে ভারত। অধিনায়ক গিল একাই ২৬৯ রানের ইনিংস খেলেছেন। টেস্টের সেঞ্চুরির সুযোগ মিস করেছেন যশস্বী জয়সওয়াল(৮৭) ও রবীন্দ্র জাদেজা(৮৯)। ইংলিশদের পক্ষে ১৬৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শোয়াইব বশির। ২টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও জশ টং।
দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড করেছে ৩ উইকেটে ৭৭ রান।
ম্যাচের তৃতীয় ওভারে পরপর দুই বলে বেন ডাকেট ও অলি পোপকে বিদায় করেন আকাশ দীপ। দুই ইংলিশ ব্যাটসম্যানই ফেরেন শূন্য রানে। সিরাজের শিকার ওপেনার জ্যাক ক্রলি।
২৫ রানে প্রথম ৩ ব্যাটসম্যানকে হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়েছে রুট(১৮) ও ব্রুকের(৩০) ব্যাটে। তৃতীয় দিন স্বাগতিকদের সামনে অপেক্ষা করছে লম্বা লড়াই।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি