ভারতের প্রথম অধিনায়ক হিসেবে গিলের মাইলফলক
কলকাতা, ৪ জুলাই (হি.স.): টেস্ট ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এই তিন তারকাকে ছাড়া দীর্ঘদিন পর টেস্ট খেলছে ভারত। অধিনায়ক রোহিত শর্মার অবর্তমানে ইংল্
ভারতের প্রথম অধিনায়ক হিসেবে গিলের মাইলফলক


কলকাতা, ৪ জুলাই (হি.স.):

টেস্ট ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এই তিন তারকাকে ছাড়া দীর্ঘদিন পর টেস্ট খেলছে ভারত।

অধিনায়ক রোহিত শর্মার অবর্তমানে ইংল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ ক্রিকেটার শুভমান গিল। ২৫ বছর বয়সী এই টপঅর্ডার ব্যাটসম্যান ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে করেন সেঞ্চুরি (১৪৭)।

বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে মাইলফলক স্পর্শ করেন শুভমান গিল। তিনি ভারতীয় প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ড সফরে ডাবল সেঞ্চুরি হাঁকালেন।

অতীতে কপিল দেব, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ভারতীয় তারকারা এই রেকর্ড গড়তে পারেননি।

অথচ ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল এই নজির গড়লেন।তিনি ৩৮৭ বল খেলে ২৬৯ রান করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande