মস্কো, ৪ জুলাই (হি.স.): প্রায় চার বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও এত দিন পর্যন্ত কোনও দেশই সে দেশের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। প্রথম দেশ হিসাবে তালিবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া।
বৃহস্পতিবার এই স্বীকৃতি এলেও খবরটি প্রকাশ্যে এসেছে শুক্রবার। রাশিয়ায় তালিবান নিযুক্ত আফগান দূত গুল হাসান হাসানকেও মস্কোর অতিথি হিসাবে মেনে নিল ভ্লাদিমির পুতিনের প্রশাসন। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এটা ক্রেমলিনের কৌশলী পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।
ভারতের মতো বহু দেশ আনুষ্ঠানিক ভাবে এই সরকারকে স্বীকৃতি না দিলেও কাবুলের সঙ্গে যোগাযোগের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি। তালিবান শাসিত আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন, নারীদের ক্ষমতা খর্ব করা নিয়ে বার বারই প্রশ্ন উঠেছে। ওয়াশিংটনও বার বার বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলেছে। এই আবহে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসাবে তালিবানের আস্থা অর্জনের পথে কয়েক ধাপ এগিয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত