টেক্সাস, ৫ জুলাই (হি.স.): ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত আমেরিকার টেক্সাস। গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। এখনও পর্যন্ত নদী থেকে ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে। তবে এখনও নিখোঁজ অনেকে। আবার নদী সংলগ্ন এলাকায় সামার ক্যাম্পে যোগ দিয়েছিলেন একটি স্কুলের পড়ুয়ারা। তাদের মধ্যে এখনও পর্যন্ত ২৩ জনের খোঁজ পাওয়া যায়নি।
যদিও, টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, ওই পড়ুয়ারা হয়তো হারিয়ে যায়নি। তারা প্রাণ বাঁচাতে গাছের উপর আশ্রয় নিয়েছে বা তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কয়েক দিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ