(আপডেট )ভারত চিকিৎসা শিক্ষা এবং ওষুধ গবেষণার বিশ্বব্যাপী কেন্দ্র হয়ে উঠেছে : ওম বিড়লা
নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): ভারতের চিকিৎসা ব্যবস্থায় আজ তার গুণমান এবং নির্ভরযোগ্যতার কারণে বিশ্বে একটি নতুন পরিচয় তৈরি করছে বলে দাবি করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি শনিবার নয়াদিল্লিতে ইনোভেটিভ ফিজিশিয়ান ফোরাম (আইপিএফ) আয়োজিত ৭ম বার্ষিক আন্
(আপডেট )ভারত চিকিৎসা শিক্ষা এবং ওষুধ গবেষণার বিশ্বব্যাপী কেন্দ্র হয়ে ওঠেছে : ওম বিড়লা


নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): ভারতের চিকিৎসা ব্যবস্থায় আজ তার গুণমান এবং নির্ভরযোগ্যতার কারণে বিশ্বে একটি নতুন পরিচয় তৈরি করছে বলে দাবি করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি শনিবার নয়াদিল্লিতে ইনোভেটিভ ফিজিশিয়ান ফোরাম (আইপিএফ) আয়োজিত ৭ম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন আইপিএফ মেডিকন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ বিড়লা বলেন, “এখন বিজ্ঞান, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং ন্যানো বিজ্ঞানের মতো ক্ষেত্রে দ্রুত উন্নয়ন কেবল চিকিৎসা গবেষণাই নয়, চিকিৎসা পদ্ধতিগুলিকেও আরও সঠিক কার্যকর এবং দক্ষ করে তুলেছে।”

তিনি ভারতের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করে বলেন, এটি কেবল উচ্চমানেরই নয় বরং সাশ্রয়ী মূল্যের এবং সকলের জন্য সহজলভ্য। বিড়লা আরও বলেন, “আমাদের চিকিৎসকরা তাদের কঠোর পরিশ্রম এবং দক্ষতা দিয়ে বিশ্বস্তরে দেশকে গর্বিত করছেন, যার ফলস্বরূপ আজ ভারত চিকিৎসা পর্যটনের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। বিশ্বের অনেক দেশ থেকে রোগীরা চিকিৎসার জন্য ভারতে আসছেন।”

আইপিএফ মেডিকন-২০২৫ সম্মেলনের প্রশংসা করে বিড়লা আশা প্রকাশ করে বলেন, এই দুই দিনের আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় চিকিৎসা গবেষণায় নতুন দিকনির্দেশনা এবং শক্তি যোগাবে। তিনি সকল অংশগ্রহণকারীদের একটি সুস্থ এবং রোগমুক্ত ভারত গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং যুক্তরাজ্যের চিকিৎসক প্রতিনিধিরাও সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande