বিজেপিকে হারাতে হাত মেলালেন উদ্ধব ও রাজ, ঘুচল দীর্ঘ দূরত্ব
মুম্বই, ৫ জুলাই (হি.স.): দীর্ঘ কুড়ি বছর পর একমঞ্চে দেখা গেল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে। একসঙ্গে চলার বার্তা দিলেন দুই নেতা। নিজেদের মধ্যে থাকা দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে এবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই
বিজেপিকে হারাতে হাত মেলালেন উদ্ধব ও রাজ, ঘুচল দীর্ঘ দূরত্ব


মুম্বই, ৫ জুলাই (হি.স.): দীর্ঘ কুড়ি বছর পর একমঞ্চে দেখা গেল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে। একসঙ্গে চলার বার্তা দিলেন দুই নেতা। নিজেদের মধ্যে থাকা দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে এবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের জন্য এগিয়ে এলেন উদ্ধব ও রাজ।

শনিবার মুম্বইতে একটি জনসভার আয়োজন করা হয়। তাতেই একসঙ্গে দেখা যায় উদ্ধব ও রাজকে। তবে নেহাত ত্রিভাষা নীতিতেই নয়, তাঁরা দু’জনে একসঙ্গে এসেছেন বিজেপিকেই শেষ করতে। তা বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দেন রাজ। তিনি বলেন, ‘যে কাজটা বাল ঠাকরে করতে পারেননি, অন্য অনেকে করতে পারেননি। সেটাই করে দেখিয়েছেন ফড়নবিশ। আমাদের এক করে দিয়েছে। আপনারা হয়তো বিধানভবনে ক্ষমতাতে রয়েছেন কিন্তু আমাদের ক্ষমতা রাস্তায়। আমাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা মানব না। এই তিন ভাষার ফর্মুলা আপনারা কোথা থেকে পেলেন? এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের। এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সব কিছুই লেখা হয় ইংরেজিতে। এই তিন ভাষা নীতির আর কোনও রাজ্যে নেই। আমি কোনও ভাষার বিরুদ্ধে নই। কোনও ভাষাই খারাপ নয়। যখন মারাঠা সাম্রাজ্য ছিল তখন কোনও প্রদেশের উপর মারাঠি ভাষা চাপিয়ে দেওয়া হয়নি।’

উদ্ধব বলেন, ‘বিজেপি গোটা দেশে সবকিছুকে এক করে দিতে চাইছে। হিন্দু বা হিন্দুস্তানে আমাদের আপত্তি নেই। কিন্তু হিন্দি আমরা মানব না। বিজেপির কাছে আমরা হিন্দুত্বও শিখব না। আমরা এক হয়েছি একসঙ্গে থাকব বলেই। মারাঠি ভাষাকে বাঁচাতেই আমরা এক হয়েছি। আপনাদের একটা কথাই বলতে চাই, এটা শুধুই ট্রেলার।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande