নকশাল-মুক্ত অভিযানে ফের সাফল্য, ছত্তিশগড়ে এক মাওবাদী নিহত
রায়পুর, ৫ জুলাই (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ে। শনিবার ছত্তিশগড়ের বিজাপুর-দন্তেওয়াড়া জেলার সীমান্তে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে দান্তেওয়াড়া-বিজাপুর ডিআরজি এবং নকশালদের মধ্যে চলমান সংঘর্ষে একজন নকশাল নিহত হয
ফের মাওবাদীদের নাশকতা! ছত্তিশগড়ে আইইডি ফেটে ৩ জন জওয়ান আহত


রায়পুর, ৫ জুলাই (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ে। শনিবার ছত্তিশগড়ের বিজাপুর-দন্তেওয়াড়া জেলার সীমান্তে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে দান্তেওয়াড়া-বিজাপুর ডিআরজি এবং নকশালদের মধ্যে চলমান সংঘর্ষে একজন নকশাল নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার অভিযান চলাকালীন বিজাপুর-দন্তেওয়াড়া জেলার সীমান্তে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে এক মাওবাদী নিহত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande