আগরতলা, ৫ জুলাই (হি.স.) : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) সভাপতি আশীষ কুমার সাহা শনিবার দাবি করেছেন কংগ্রেস দল ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদে (টিটিএএডিসি) ধারাবাহিকভাবে সাংগঠনিক শক্তি অর্জন করছে এবং আসন্ন ভিলেজ নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে প্রস্তুত।
কংগ্রেস ভবনে এক যোগদান অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহা বলেন, “মানুষ আঞ্চলিক দলগুলির প্রতি মোহভঙ্গ হয়ে পড়েছে এবং বিজেপি-আইপিএফটি-তিপ্রা মথা জোটও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। কংগ্রেসকে এখন একটি কার্যকর এবং নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে এবং আমরা টিটিএএডিসি অঞ্চলের উপর আমাদের মনোযোগ আরও জোরদার করছি।”
আসন্ন টিটিএএডিসি ভিলেজ নির্বাচনে কংগ্রেস একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর কথায়, “আমরা আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনে আমাদের প্রভাব বৃদ্ধি পাবে।
বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথার প্রায় ২০০ ভোটারকে কংগ্রেসে স্বাগত জানানোর পর টিপিসিসি সভাপতি বলেন, নতুন যোগদানকারীদের নেতৃত্বে ছিলেন বিশিষ্ট আদিবাসী নেতারা। এর মধ্যে বিজেপির সুবল দেববর্মা, ২০১৬ সালের অমরপুর উপনির্বাচনের আইপিএফটি প্রার্থী পবিত্র মোহন জামাতিয়া এবং তিপ্রা মথার গুরুত্বপূর্ণ মুখ পঞ্চ সাধন জামাতিয়া।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, এই তিন নেতা - সুবল দেববর্মা, পবিত্র মোহন জামাতিয়া এবং পঞ্চ সাধন জামাতিয়া তাঁদের সমর্থকদের সাথে এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের এই যোগদান পাহাড়ের রাজনৈতিক দৃশ্যপটে পরিবর্তনের ইঙ্গিত দেয়।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das