কলকাতা, ৬ জুলাই (হি.স.): রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো একুশে জুলাইয়ের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। কলকাতার আনোয়ার শাহ কানেক্টরের উপর জনপ্রিয় বাজারের উল্টো দিকের ঘটনা।
শীতলা মন্দিরের কাছে মণ্ডল ব্রিজ সংলগ্ন এলাকায় একুশে জুলাইয়ের পোস্টার লাগিয়েছিলেন দলের কর্মী-সমর্থকরা। সেখানেই একের পর এক পোস্টার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ বিজেপি-সিপিএমের দিকে। যা নিয়ে ইতিমধ্যেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন এলাকার কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর-সহ তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা। জমা দেওয়া হয় সিসিটিভি ফুটেজও।
১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কথায়, আলো লাগানো বড় মাপের পোস্টার লাগানো হয়েছিল। সকালে দেখা যায় মুখ্যমন্ত্রীর ছবি লাগানো সেই ব্যানার ফালাফালা করে কেটে ফেলা হয়েছে। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে দেখা যায় সাড়ে ১২টার কিছু পরে মধ্যবয়স্ক কয়েকজন ব্যানার ছিঁড়ে দেয়। আমরা থানার ওসির কাছে একটা স্মারকলিপি দিয়েছি। যাতে ব্যবস্থা নেওয়া হয়। তার কারণ এর আগে এমনটা এই এলাকায় ঘটেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত