পূর্ব মেদিনীপুর, ৬ জুলাই (হি.স.): রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ ব্লকের মঙ্গলচক এলাকায় একটি খাল থেকে এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহটির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে কয়েকজন লোক বেড়াতে বেরিয়েছিলেন। সেই সময় নন্দীগ্রাম-২ ব্লকের মঙ্গলচক এলাকায় হিজলি জোয়ারের খালে এক মহিলার মৃতদেহ জলে ভাসতে দেখা যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম থানায় খবর দেন।
স্থানীয় বাসিন্দারা অনুমান, মহিলার বয়স আনুমানিক ২৯-৩০ বছর হবে। তবে, এই মহিলা স্থানীয় নাকি বহিরাগত তা এখনও স্পষ্ট নয়। পুলিশ মহিলাকে শনাক্ত করার জন্য স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। তবে এখনও পর্যন্ত কেউ মহিলাকে শনাক্ত করতে পারেনি। পুলিশ গোটা বিষয় তদন্ত করে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া