মুখ্যমন্ত্ৰীর হাতে উদ্বোধিত ১১২ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত গুয়াহাটির রুক্মিণীগাঁও উড়ালপুল
গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : পূৰ্ব ঘোষিত সূচি অনুযায়ী গুয়াহাটি মহানগরের জিএস রোডের রুক্মিণীগাঁওয়ে প্ৰায় ১১২ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত ‘ভগদত্ত ফ্লাইওভার-২’ নামাঙ্কিত উড়ালপুলকে জনসাধারণের জন্য উৎসর্গ করছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ রবিবার রা
অন্যদের সঙ্গে নিয়ে ভগদত্ত ফ্লাইওভার-২ উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


উচ্ছ্বসিত জনতার মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব


গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : পূৰ্ব ঘোষিত সূচি অনুযায়ী গুয়াহাটি মহানগরের জিএস রোডের রুক্মিণীগাঁওয়ে প্ৰায় ১১২ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত ‘ভগদত্ত ফ্লাইওভার-২’ নামাঙ্কিত উড়ালপুলকে জনসাধারণের জন্য উৎসর্গ করছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ রবিবার রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, পরিবহণ মন্ত্রী যোগেন মোহন, বিদ্যুৎ মন্ত্রী প্রশান্ত ফুকন, গুয়াহাটির সাংসদ বিজুলি কলিতা মেধি, রাজ্যসভার সদস্য ভূবনেশ্বর কলিতা, দিশপুরের বিধায়ক অতুল বরা, গুয়াহাটির মেয়র মৃগেণ শরণিয়া, প্রাক্তন সাংসদ কুইন ওঝা, মুখ্যসচিব ড. রবি কোটা, লোকনির্মাণ (পূর্ত) বিভাগের কমিশনার তথা বিশেষ সচিব পবন তেরন প্রমুখ সংশ্লিষ্ট দফতরের শীর্ষ আধিকারিকগণ এবং অসংখ্য জনতাকে সঙ্গে নিয়ে আজ সন্ধ্যা ছয়টা নাগাদ গুয়াহাটির দিশপুরে জিএস রোডে অবস্থিত রুক্মিণীগাঁওয়ে নবনির্মিত ভগদত্ত ফ্লাইওভার-২-এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

অত্যাধুনিক কম্পোজিট স্ট্রাকচার প্রযুক্তিতে নির্মিত দেশের দ্বিতীয় উড়ালপুল সেতুর উদ্বোধন করে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ১১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই উড়ালপুল নির্মাণের জন্য ১৮ মাস সময় ধার্য করা হয়েছিল। কিন্তু মাত্র ৯ মাসের মধ্যে চারলেনের উড়ালপুলের নির্মাণকার্য সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, প্রাচীন কামরূপের (অধুনা বৃহত্তর কামরূপ মেট্রো এবং গ্রামীণ কামরূপ জেলা) পরাক্রমী রাজা ভগদত্তের নামে এই উড়ালপুলের নাম হবে ‘ভগদত্ত ফ্লাইওভার-২’। আর এর অদূরে সুপার মার্কেট উড়ালপুলের নাম আজ থেকে হবে ‘ভগদত্ত ফ্লাইওভার-১’।

মুখ্যমন্ত্রী বলেন, ‘ভগদত্ত ফ্লাইওভার-২’ নির্মাণের সঙ্গে জড়িত নির্মাণ সংস্থা তথা রাজ্য সরকারের লোকনির্মাণ বিভাগের সব ইঞ্জিনিয়ার, অন্যান্য কর্মী এবং শ্রমিক সকলেই স্থানীয় যুবক-যুবতী। এঁরা সকলে অসমিয়া যুবশক্তির প্রতিনিধি।

ড. শর্মা বলেন, গুয়াহাটি মহানগরীর যাতায়াত ব্যবস্থা মসৃণ করতে এবং যানজট সমস্যার সমাধান করতে রাজ্য সরকার বেশ কয়েকটি উড়ালপুল নির্মাণ করেছে। ‘ভগদত্ত ফ্লাইওভার-২’ নির্মাণের ফলে এই এলাকার দীর্ঘদিনের যানজটের কিছুটা সমাধান হবে বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ভারত সরকারের অধীন মেসার্স রাইটস্ ইন্ডিয়া লিমিটেডের অত্যাধুনিক কম্পোজিট স্ট্রাকচারের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নবনিৰ্মিত ‘ভগদত্ত ফ্লাইওভার-২’ দেশের মধ্যে দ্বিতীয়।

আজকের অনুষ্ঠানে গুয়াহাটির যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে আরও কয়েকটি উড়ালপুল নির্মাণের তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, সাইকেল ফ্যাক্টরি এবং ভরলুমুখে নির্মীয়মাণ দুটি উড়ালপুল আগামী ফেব্রুয়ারি মাসে জনতার উদ্দেশ্যে উৎসর্গ করার সময়সীমা ধার্য করা হয়েছে। এছাড়া নুনমাটি থেকে চানমারি সংযোগী উড়ালপুল আগামী বৈশাখ মাসে উদ্বোধন করতে তাঁর সরকার প্রচেষ্টা করছে বলে জানান তিনি। এভাবে আগামী বছরের জানুয়ারিতে গুয়াহাটি-উত্তর গুয়াহাটি সংযোগী সেতু জনসাধারণের জন্য উৎসর্গ করা হবে।

আগামী নভেম্বরে লোকপ্রিয় গোপীনাথ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করার কথা ঘোষণা করে হিমন্তবিশ্ব শর্মা জানান, বিমানবন্দর থেকে জালুকবাড়ি পর্যন্ত একটি ‘এলিভ্যাটেড করিডোর’ নির্মাণ করা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বরে নারেঙ্গি-কুরুয়া সংযোগী সেতু এবং গুয়াহাটির প্রস্তাবিত রিং রোডের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande