নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): বার্মিংহামে দেশকে গর্বিত করল বিএসএফ ও সিআইএসএফ। দেশকে গর্বিত করে দুই বাহিনী বিপুল পদক জিতেছে। ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামে অনুষ্ঠিত বিশ্ব পুলিশ ও অগ্নিনির্বাপক গেমস ২০২৫-এ মোট ৬৪টি পদক জিতে দেশের জন্য গর্ব বয়ে এনেছে সিআইএসএএফ।
অন্যদিকে, সম্প্রতি সমাপ্ত বিশ্ব পুলিশ ও অগ্নিনির্বাপণ গেমস ২০২৫-এ বিএসএফ বিভিন্ন ক্রীড়া বিভাগে নিজস্ব ক্রীড়াবিদদের ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করে একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে বিএসএফ। ৩৮টি স্বর্ণ, ২১টি রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জ-সহ ৭৩টি পদক জিতে, বিএসএফ দল টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ