রাজস্থানে ভেঙে পড়ল জাগুয়ার যুদ্ধবিমান, দুর্ঘটনার কারণ অজানা
চুরু, ৯ জুলাই (হি.স.): রাজস্থানের চুরুর কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান। স্টেশন হাউস অফিসার রাজলদেসার কমলেশ জানিয়েছেন, যুদ্ধবিমানটি সুরাটগড় ঘাঁটি থেকে উড়েছিল এবং বুধবার দুপুর ১.২৫ মিনিট নাগাদ ভানোদা গ্রামের একটি কৃষিক্ষেত্রে
রাজস্থানে ভেঙে পড়ল জাগুয়ার যুদ্ধবিমান, দুর্ঘটনার কারণ অজানা


চুরু, ৯ জুলাই (হি.স.): রাজস্থানের চুরুর কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান। স্টেশন হাউস অফিসার রাজলদেসার কমলেশ জানিয়েছেন, যুদ্ধবিমানটি সুরাটগড় ঘাঁটি থেকে উড়েছিল এবং বুধবার দুপুর ১.২৫ মিনিট নাগাদ ভানোদা গ্রামের একটি কৃষিক্ষেত্রে ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রের খবর, মাটিতে আছড়ে পড়ার পর জাগুয়ার যুদ্ধবিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থল থেকে দু'টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে একজন পাইলটের, যাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গিয়েছে। বায়ুসেনা এবং স্থানীয় প্রশাসন কর্তৃক শনাক্তকরণ প্রক্রিয়া চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande