(আপডেট) রাজস্থানে ভেঙে পড়ল জাগুয়ার যুদ্ধবিমান, গুরুতর আহত দুই পাইলট
চুরু, ৯ জুলাই (হি.স.): রাজস্থানের চুরুর কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান। স্টেশন হাউস অফিসার রাজলদেসার কমলেশ জানিয়েছেন, যুদ্ধবিমানটি সুরাটগড় ঘাঁটি থেকে উড়েছিল এবং বুধবার দুপুর ১.২৫ মিনিট নাগাদ ভানোদা গ্রামের একটি কৃষি জমিতে ভে
রাজস্থানে ভেঙে পড়ল জাগুয়ার যুদ্ধবিমান, গুরুতর আহত দুই পাইলট


চুরু, ৯ জুলাই (হি.স.): রাজস্থানের চুরুর কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান। স্টেশন হাউস অফিসার রাজলদেসার কমলেশ জানিয়েছেন, যুদ্ধবিমানটি সুরাটগড় ঘাঁটি থেকে উড়েছিল এবং বুধবার দুপুর ১.২৫ মিনিট নাগাদ ভানোদা গ্রামের একটি কৃষি জমিতে ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রের খবর, মাটিতে আছড়ে পড়ার পর জাগুয়ার যুদ্ধবিমানে আগুন ধরে যায়। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, আইএএফের একটি জাগুয়ার ট্রেনার বিমান নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় উভয় পাইলটই মারাত্মক আহত হয়েছেন। কোনও বেসামরিক সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande