আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত মণিকাকে আমেরিকা থেকে ফিরিয়ে আনছে সিবিআই
নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): সিবিআইয়ের হাতে এ বার মণিকা কাপুর। প্রায় সিকি শতকের দৌড় শেষ। আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত মণিকা কাপুরকে প্রত্যর্পণের পর আমেরিকা থেকে দেশে ফিরিয়ে আনছে সিবিআই। সব ঠিক থাকলে বুধবার রাতেই মণিকাকে নিয়ে ভারতে অবতরণ করবে সিবিআইয়ের
CBI


নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): সিবিআইয়ের হাতে এ বার মণিকা কাপুর। প্রায় সিকি শতকের দৌড় শেষ। আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত মণিকা কাপুরকে প্রত্যর্পণের পর আমেরিকা থেকে দেশে ফিরিয়ে আনছে সিবিআই। সব ঠিক থাকলে বুধবার রাতেই মণিকাকে নিয়ে ভারতে অবতরণ করবে সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল।

সূত্রের খবর, মণিকা ওভারসিজ সংস্থার কর্ণধার মণিকা কাপুর। বুধবার এক বিবৃতিতে সিবিআইয়ের এক মুখপাত্র বলেন, ‘মণিকা তাঁর ভাইদের সঙ্গে ষড়যন্ত্র করে ১৯৯৮ সালে শিপিং বিল, ইনভয়েস এবং ব্যাঙ্ক সার্টিফিকেট-সহ রফতানি নথি জাল করেছিলেন। এই জাল নথি দেখিয়ে তাঁরা ২.৩৬ কোটি টাকার শুল্কমুক্ত সোনা আমদানির জন্য ছয়টি রিফিলমেন্ট (প্রতিনিধি) লাইসেন্স পেয়েছিলেন।’

সিবিআই সূত্রে খবর, অভিযুক্তরা আহমেদাবাদের ডিপ এক্সপোর্টসের কাছে লাইসেন্সগুলি বিক্রি করেছিল। ডিপ এক্সপোর্টস এই নথিগুলি ব্যবহার করে শুল্কমুক্ত সোনা আমদানি করেছিল যার ফলে ১৯৯৮ সালে সরকারি কোষাগারে প্রায় ১.৪৪ কোটি টাকার ক্ষতি হয়েছিল।

তদন্ত শেষ হওয়ার পর ২০০৪ সালের ৩১ মার্চ দিল্লির সাকেত আদালতে তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। ২০১৭ সালের ২০ ডিসেম্বর সাকেত আদালত এই মামলায় অন্য দুই অভিযুক্ত অর্থাৎ মণিকার দুই ভাইকে দোষী সাব্যস্ত করলেও, পলাতক ছিলেন মণিকা কাপুর। বার বার হাজিরার জন্য তলব করা হলেও তাঁর কাছ থেকে জবাব মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande