শ্রীনগর, ৯ জুলাই (হি.স.): পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে বুধবার অমরনাথ যাত্রার উদ্দেশ্যে তীর্থযাত্রীদের সপ্তম দল রওনা হয়েছে। ভক্তরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং জম্মু ও কাশ্মীরের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। বুধবার ভোরে তীর্থযাত্রীরা ভগবান অমরনাথের পবিত্র গুহা মন্দিরের দিকে নিজেদের আধ্যাত্মিক যাত্রা শুরু করেন।
ভোপালের একজন তীর্থযাত্রী দীপা নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, তিনি সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করবেন। বলেন, “এখানকার পরিবেশ খুবই ইতিবাচক। আমি সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করব। সকলে সুস্থ থাকুক। এখানকার ব্যবস্থা খুবই ভালো। এদিকে, বুধবার ভোরে উধমপুর জেলার চেনানির নরসু এলাকায় অমরনাথ যাত্রা কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় চালক আহত হন এবং আরও চারজন তীর্থযাত্রী অক্ষত থাকেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ