ভদোদরায় সেতু ভেঙে বিপর্যয় : শোক ও আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.) : গুজরাটের ভদোদরায় সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ
ভদোদরায় সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ ও আর্থিক সাহায্যের ঘোষণা


প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.) : গুজরাটের ভদোদরায় সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সামাজিক মাধ্যম এক্স-এ শোক বার্তাটি শেয়ার করা হয়েছে। বার্তায় লেখা ছিল, ভাদোদরা জেলায় সেতু ভেঙে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন।

উল্লেখ্য, গুজরাটে একটি পুরানো সেতু ভেঙে পড়ে। সেসময় ওই সেতুর উপর দিয়ে যাওয়া দুটি ট্রাক এবং একটি বোলেরো সহ চারটি গাড়ি মহীসাগর নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। স্থানীয় ও উদ্ধারকারী দল আরও কয়েকজনকে উদ্ধার করে। এই সেতু ভেঙে পড়ার কারণে আনন্দ থেকে ভাদোদরা, ভারুচ এবং অঙ্কলেশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande