পাটনা, ৯ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের মতো বিহারেও ভোট চুরির চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বুধবার পাটনায় মহাজোটের 'বিহার বনধ' সমাবেশে রাহুল গান্ধী অংশ নেন। সেখানে তিনি বলেন, মহারাষ্ট্র নির্বাচনে যেভাবে ভোট চুরি হয়েছিল, বিহারেও একই রকম চেষ্টা করা হচ্ছে।
বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে 'বিহার বনধ' সমাবেশে অংশ নেওয়া মহাজোট কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। তিনি বলেন, মোদীজি এবং নীতিশ কুমারের নির্দেশে, ভোটার তালিকা থেকে দরিদ্র মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। মোদীজি এবং নীতিশ কুমারের 'দাদাগিরি' কাজ করবে না। এই সমাবেশে সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, মোদী সরকার আম্বানি এবং আদানিকে সমর্থন করছে, কিন্তু দরিদ্র মানুষদের নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ