মুম্বই, ৯ জুলাই (হি.স.): খাবারের মান খারাপের অভিযোগে ক্যান্টিনের কর্মীকে চড় মেরে বিপাকে পড়লেন শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস বিধায়ক ডঃ জ্যোতি একনাথ গায়কোয়াড় বলেন, প্রত্যেক নাগরিকের ভালো খাবার পাওয়া উচিত। তবে, ক্যান্টিন কর্মীকে নিয়ম অনুসারে জিজ্ঞাসা করা উচিত ছিল, মারধর করা উচিত ছিল না। তিনি (সঞ্জয় গায়কোয়াড়) জনগণের একজন প্রতিনিধি। যদি তিনি এইভাবে আচরণ করেন, তাহলে জনগণ কী করবে। কাউকে মারধর করা কোনও সমাধান নয়।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সাফাই দিয়েছেন শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। বুধবার তিনি বলেছেন, আমি ৩০ বছর ধরে আকাশবাণী ক্যান্টিনে আসছি এবং এখানে সাড়ে ৫ বছর ধরে আছি। আমি বারবার অনুরোধ করেছি, তারা ভালো খাবার পরিবেশন করুক। ডিম ১৫ দিনের, আমিষ ১৫-২০ দিনের বাসি, সবজি ২-৪ দিন আগের। প্রায় ৫,০০০-১০,০০০ মানুষ এখানে খায় এবং সবার একই অভিযোগ। কারও খাবারে টিকটিকি আছে, আবার কারও ইঁদুর অথবা দড়ি আছে। গতকাল রাত ১০টায় খাবার অর্ডার করেছিলাম এবং প্রথম কামড় দেওয়ার পর, আমার মনে হয়েছিল কিছু একটা সমস্যা আছে। গন্ধ পাওয়ার পর, আমি দেখতে পেলাম এটি বাসি খাবার। আমি নিচে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, এটি কে তৈরি করেছে। আমি সবাইকে খাবারের গন্ধ নিতে বলেছিলাম এবং তারা সবাই বাসি গন্ধ পেয়েছিল। আমি তাদের আবার ব্যাখ্যা করেছিলাম, তাদের পরিষ্কার এবং ভালো খাবার তৈরি করা উচিত, বিষ জাতীয় খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি তারা এখনও কথা না শোনে, তাহলে আমার তাদের বোঝানোর নিজস্ব উপায় আছে। প্রতি বছর, সরকার হাজার হাজার অভিযোগ পায় এবং আমি জানি না কেন তাদের উপেক্ষা করা হয়, কেন এটি জিজ্ঞাসা করা হয় না? রান্নাঘরে ইঁদুর এবং ময়লা আছে। এটা পরীক্ষা করা উচিত, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। আমি অনুরোধ করছি, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক যাতে মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপস না হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ