নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হলেন অবৈধভাবে ভারতে বসবাসকারী ৫ জন বাংলাদেশি। দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশের অপারেশন সেলের হাতে ধরা পড়েছেন ওই বাংলাদেশিরা।
জানা গেছে, দিল্লি ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাঁদের ধরা হয়। পুলিশের দাবি, ধৃতেরা স্বীকার করেছেন যে, ২০২৩ সালে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। দিল্লির এফআরআরও-এর (বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস) সহায়তায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ