মুর্শিদাবাদ, ১২ আগস্ট (হি.স.): লালগোলায় মাদক-সহ গ্রেফতার ৩ জন। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে ২৬৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ধৃত সাবির হোসেন, রোহিত শেখ ও লিয়াকত আলিকে মঙ্গলবার বহরমপুরে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, দিনকয়েক আগেই লালগোলা দেওয়ান সরাই এলাকা থেকে বহুমূল্যের মাদক উদ্ধার হয়েছিল। শনিবার রাতে উদ্ধার হয় ২৮৭ গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। সেই ঘটনায় হেফাজতে নেওয়া হয় তহিদুর রহমান এবং আবু হেনা নামে দুজনকে। দু’জনেরই বাড়ি লালগোলা থানা এলাকায়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে মাদক পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ