নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরে উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ
পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট (হি.স.): নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরে নদী থেকে উদ্ধার হলো একজন পরিযায়ী শ্রমিকের দেহ। মৃত ব্যক্তির নাম আসলাম হোসেন আনসারি ওরফে নান্টু শেখ (৪৮)। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার রবিদাসপুর এলাকায়। সোমবার দুপুর ১২টা নাগাদ বাড়ির অদূরে
নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরে উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ


পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট (হি.স.): নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরে নদী থেকে উদ্ধার হলো একজন পরিযায়ী শ্রমিকের দেহ। মৃত ব্যক্তির নাম আসলাম হোসেন আনসারি ওরফে নান্টু শেখ (৪৮)।

ঘটনাটি ঘটেছে দাসপুর থানার রবিদাসপুর এলাকায়। সোমবার দুপুর ১২টা নাগাদ বাড়ির অদূরের একটি নদীতে তিনি স্নান করতে নেমেছিলেন। স্থানীয় সূত্রের খবর, তার পর থেকে নান্টু নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি দেহ ভাসতে দেখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান, স্নান করতে নেমে কোনওভাবে- নান্টু জলে তলিয়ে যান। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande