জাতীয় পতাকা আমাদের দেশাত্ববোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি : মুখ্যমন্ত্রী
আগরতলা, ১২ আগস্ট (হি.স.) : জাতীয় পতাকা দেশবাসীর গর্ব। আমাদের দেশাত্ববোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখা। মঙ্গলবার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে হর ঘর তিরঙ্গা র‍্যালি, ২০২৫ এর সূচনা কর
মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা


আগরতলা, ১২ আগস্ট (হি.স.) : জাতীয় পতাকা দেশবাসীর গর্ব। আমাদের দেশাত্ববোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখা। মঙ্গলবার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে হর ঘর তিরঙ্গা র‍্যালি, ২০২৫ এর সূচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, দেশভক্তির ভাবনাকে সুদৃঢ় করতে সারা দেশের সাথে রাজ্যেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ২০২২ সালে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হচ্ছে জাতীয় পতাকার সঙ্গে শ্রদ্ধার সংযোগ তৈরি করা। দেশপ্রেম ও দেশের মুক্তির সংগ্রামে যারা আত্মবলিদান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। মুখ্যমন্ত্রী হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, পুরনিগম সহ রাজ্যের সমস্ত এলাকায় বসবাসকারী প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, আজকের এই হর ঘর তিরঙ্গা র‍্যালি উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রভবন প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালির শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রবীন্দ্রভবন প্রাঙ্গণে তিরঙ্গা মেলার উদ্বোধন করেন। এরপর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে তিরঙ্গা কনসার্টে উপস্থিত হন এবং তা উপভোগ করেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande