কলকাতা, ১২ আগস্ট (হি . স.) : মুর্শিদাবাদে জেলায় প্রচুর পরিমাণেই আগ্নেয়াস্ত্র সমেত হাতেনাতেই গ্রেফতার এক অস্ত্র পাচারকারী। ঘটনায় প্রকাশ, এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে বেলডাঙা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েই বেলডাঙা থানার পুলিশ, সোমবার মধ্যরাতে ছয়টি ওয়ান শাটার পাইপ গান, দুটি মাস্কেট এবং ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। বেলডাঙা থানার পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কালিতলা ফতেনগর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। ওই তল্লাশি অভিযানেই তার কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নওশাদ মন্ডল। তার বাড়ি গরিবপুর এলাকায়। ধৃত এই ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচারের মামলা রয়েছে। বর্তমানে জামিন পেয়েই সে বাইরে ছিল। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়। পরবর্তী পর্যায়ে জেরা করার জন্যে ফের পুলিশ হেফাজতে রাখার আবেদন মঞ্জুর করেছে আদালত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত