গান্ধী মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন বিজেপি নেতৃবৃন্দ
আগরতলা, ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে দেশব্যাপী চলছে ''হর ঘর তিরঙ্গা'' কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে চলছে জাতীয় পতাকা বিতরণ। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় কর্মী সমর
মূর্তি পরিস্কার


আগরতলা, ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে দেশব্যাপী চলছে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে চলছে জাতীয় পতাকা বিতরণ। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় কর্মী সমর্থকদের প্রতি নির্দেশ পাঠিয়েছেন বিভিন্ন স্থানে স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিকদের স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শ্রদ্ধা জ্ঞাপন করার।

এই নির্দেশিকার অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন বিজেপি নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, স্থানীয় কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা।

এদিন গান্ধী মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর মূর্তিতে মালা পরিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ। প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অনুসারে সারা রাজ্যেই এই কর্মসূচি চলছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে বলে জানান পাপিয়া দত্ত।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande