বুধবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): হাওয়া অফিস জানিয়েছে, বুধবার উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। তার জেরে বুধবারের পর থেকেই ফের ঝড়বৃষ্টি বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এই মুহূর
Rain


কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): হাওয়া অফিস জানিয়েছে, বুধবার উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। তার জেরে বুধবারের পর থেকেই ফের ঝড়বৃষ্টি বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। তা ছাড়া, বুধবার সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী কয়েকদিনে ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

বুধবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ওই দিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়ার পাশাপাশি ঝাড়গ্রামেও ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বুধবার বাংলা এবং সংলগ্ন ওড়িশার উপকূলে সমুদ্রও উত্তাল থাকতে পারে। তার জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

এদিকে, বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande