রায়দিঘিতে ট্রলার ডুবি, উদ্ধার ১৪ জন মৎস্যজীবী
রায়দিঘি, ১২ আগস্ট (হি.স.) : রায়দিঘি ফিশিং ঘাট ভগবতী জেটির কাছে ডুবল একটি ট্রলার। ওই ট্রলারের নাম মা ত্রিপুরা সুন্দরী। ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন তাঁরা। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় কয়েক লাখ টাকা ক্ষত
রায়দিঘিতে ট্রলার ডুবি


রায়দিঘি, ১২ আগস্ট (হি.স.) : রায়দিঘি ফিশিং ঘাট ভগবতী জেটির কাছে ডুবল একটি ট্রলার। ওই ট্রলারের নাম মা ত্রিপুরা সুন্দরী। ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন তাঁরা। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক।উল্লেখ্য, এর আগেও এভাবে এফবি মা অন্নপূর্ণা নামে একটি মৎস্যজীবী ট্রলার রায়দিঘি ঘাটের কাছে ডুবে গিয়েছিল। রায়দিঘি ফিশিং জেটি অনেকটা সম্প্রসারণের জন্যেই এই বিপত্তি ঘটছে বলে প্রাথমিকভাবে অনুমান।

আরো জানা গিয়েছে, রায়দিঘি ফিশিং ঘাটে ভগবতী জেটির থেকে এফবি মা ত্রিপুরা নামে একটি মৎস্যজীবী ট্রলার তেল, বরফ ভর্তি করে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সেই ট্রলারে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। নদীতে ভাঁটার সময় ট্রলারটি জেটির কাছেই ভাসমান অবস্থায় রাখা ছিল। এরপর মঙ্গলবার সকালে জোয়ার শুরু হলে ট্রলারটি ভাসতে থাকে। একটা সময় ট্রলারটি জেটির উপর উঠে যায়।এদিন সকালে সেই জোয়ারে ট্রলারটি জেটিতে এসে ধাক্কা খেয়ে তলা ফেটে হু হু করে জল ঢুকতে শুরু করে। ট্রলারে থাকা ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। যদিও পরে ট্রলারটি ডুবে যায়। তেল ও বরফ ভর্তি করে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই এই ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে জানা গিয়েছে। যদিও বর্তমানে ট্রলারটিকে জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগেও এভাবে এফবি মা অন্নপূর্ণা নামে এক মৎস্যজীবী ট্রলার রায়দিঘি ঘাটের কাছেই ডুবে গিয়েছিল। রায়দিঘি ফিশিং জেটি অনেকটা বাড়ানোর ফলে বারবার এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande