কলকাতা, ১২ আগস্ট (হি.স.): দিল্লিতে রাহুল গান্ধী ও বিরোধীদলের সাংসদদের হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কলকাতায় কংগ্রেসের রাজভবন অভিযান হলো। সেটি ঘিরে পুলিশ ও কংগ্রেসীদের ধস্তাধস্তি, শহরের প্রাণ কেন্দ্রে ধুন্ধুমার হয়! কর্মীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও কর্মী সমর্থকদের।
মঙ্গলবার দুপুরে মিছিল রাজভবনের সামনে যেতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে কংগ্রেস নেতৃত্বের। ব্যারিকেড টপকে রাজভবনের সামনে চলে যান এক কর্মী। তাঁকে আটক করে পুলিশ। তারপরই রাজভবনের গেটের সামনে ধরনায় বসেন শুভঙ্করবাবু ও অন্যান্য নেতৃত্ব। দাবি করেন, তাঁদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে।
কিছুক্ষণ পরই তাঁকে-সহ অন্যান্য নেতৃত্বকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। মিছিল থেকে শুভঙ্করবাবু জানান, রাহুল গান্ধী ভোট চুরি ধরে ফেলেছেন। বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ভোট চুরি করেছে। দিল্লিতে বিরোধী সাংসদদের হেনস্তা করা হয়েছে। তার প্রতিবাদে কংগ্রেসের এই রাজভবন অভিযান।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত