শিলিগুড়িতে নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক যুবককে গ্রেফতার
শিলিগুড়ি, ১২ আগস্ট (হি.স) : শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম প্রদীপ রায় ওরফে টেপু (৩৩)। সে শিব মন্দির বি.এড. কলেজ এলাকার বাসিন্দা। জানা গেছে, মাটিগাড়া থানার পুলিশ সোমবার
শিলিগুড়িতে নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক যুবককে গ্রেফতার


শিলিগুড়ি, ১২ আগস্ট (হি.স) : শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম প্রদীপ রায় ওরফে টেপু (৩৩)। সে শিব মন্দির বি.এড. কলেজ এলাকার বাসিন্দা।

জানা গেছে, মাটিগাড়া থানার পুলিশ সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পায় যে, রবীন্দ্র সরণি এলাকায় সন্দেহজনকভাবে এক যুবক ঘোরাফেরা করছে। মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। এরপর পুলিশ অভিযুক্ত যুবককে এনডিপিএস আইনে গ্রেফতার করে। মাটিগাড়া থানা পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande