কলকাতা, ১২ আগস্ট (হি.স.): নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেছেন, গতকাল দিল্লিতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী বেশ কয়েকজন মহিলা সাংসদ-সহ বিরোধী সাংসদের সঙ্গে দিল্লি পুলিশ যেভাবে আচরণ করেছে, তা স্পষ্ট করে দেয় যে নির্বাচন কমিশন ভীত। তাদের কাছে আমাদের প্রশ্নের কোনও উত্তর নেই। যদি আপনাদের কাছে উত্তর থাকে, তাহলে ব্যাখ্যা করুন কিভাবে গুজরাট এবং বাংলা উভয় স্থানে একই এপিক নম্বরের ভোটার আছেন? বিভিন্ন ভোটকেন্দ্রে একই নামের ভোটাররা কীভাবে আছেন? নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকায় ত্রুটি আছে। যদি আমরা ধরে নিই যে তারা সঠিক, তাহলে একই ভোটার তালিকা এবং ভোটার তালিকার ভিত্তিতে, এক বছর আগে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, ২৪০ জন বিজেপি সাংসদ নির্বাচিত হয়েছিলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। যদি ভোটার তালিকায় কোনও অনিয়ম থাকে, তাহলে পুরো লোকসভা ভেঙে দিন।
অভিষেক আরও বলেছেন, যদি আপনারা এসআইআর পরিচালনা করতে চান, তাহলে এগিয়ে যান, তবে প্রথম পদক্ষেপ হওয়া উচিত লোকসভা ভেঙে দেওয়া। কেন্দ্রীয় সরকার ভেঙে দেওয়া উচিত। এই ভোটার তালিকার ভিত্তিতেই আপনাকে নির্বাচিত করা হয়েছে, কিন্তু আপনি বলছেন বাংলার ভোটার তালিকা ভুল, কিন্তু গুজরাটে, এটা ঠিক আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা