ভূজ, ১২ আগস্ট (হি.স.): হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে গুজরাটের ভূজে তিরঙ্গা যাত্রার আয়োজন করলো সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্বাধীনতা দিবসের আগে মঙ্গলবার বিএসএফ একটি তিরঙ্গা যাত্রার আয়োজন করে, যেখানে বিএসএফ জওয়ানরা সাইকেল চালিয়ে জাতীয় পতাকা ওড়ান।
বিএসএফ কমান্ডার অনন্ত সিং বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতজুড়ে, আমাদের প্রধানমন্ত্রী মোদী ২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী হর ঘর তিরঙ্গা উদযাপনের ঘোষণা করেছেন। এই কর্মসূচিটি তিনটি ভাগে বিভক্ত ছিল। ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত নির্ধারিত তৃতীয় অংশে তিরঙ্গা যাত্রা, একটি পথ পরিক্রমা এবং সাইকেল যাত্রা সহ অন্যান্য কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আমাদের আঞ্চলিক সদর দপ্তর, বিএসএফ ভূজ থেকে আমাদের জাতীয় পতাকা বহনকারী তিরঙ্গা যাত্রার জন্য একটি সাইক্লোথন আয়োজন করেছি। আমরা তিরঙ্গার সম্মানে এমন একটি বার্তা পাঠিয়েছি যা অন্যদের অনুপ্রাণিত করে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা