কুলপি'তে বিধায়কের উদ্যোগে পড়ুয়াদের স্মার্ট ক্লাস আরম্ভ
কুলপি, ১২ আগস্ট (হি.স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের কামারচক গ্রাম পঞ্চায়েতের মির্জাপুরে পড়ুয়াদের জন্য চালু হয়েছে স্মার্ট ক্লাস । এই অভিনব উদ্যোগ নিয়েছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার । মঙ্গলবার মির্জাপুর গণেশচন্দ্র শিক্ষা নিকেতনে নবনির্ম
স্মার্ট ক্লাসে বক্তব্য রাখছেন বিধায়ক যোগরঞ্জন হালদার


কুলপি, ১২ আগস্ট (হি.স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের কামারচক গ্রাম পঞ্চায়েতের মির্জাপুরে পড়ুয়াদের জন্য চালু হয়েছে স্মার্ট ক্লাস । এই অভিনব উদ্যোগ নিয়েছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার । মঙ্গলবার মির্জাপুর গণেশচন্দ্র শিক্ষা নিকেতনে নবনির্মিত ভবনে স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী সঙ্গীতের পর ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়েই তা বিকেল পর্যন্ত চলেছে। পড়ানোর পাশাপাশি পাঠ্য বিষয়বস্তু ভিস্যুয়ালের মাধ্যমেই উপস্থাপনা করা হবে। আর উভয় বিষয় একসঙ্গে করা হলে সেটা পড়ুয়ারা খুব সহজেই বুঝতে পারবে, তাদের শেখার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটবে। আর সেই লক্ষ্যে এই স্মার্ট ক্লাস চালু করা হয়েছে বলে জানানো হয়। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই স্মার্ট ক্লাস রুমে বসে পড়ার পাশাপাশি পাঠ্য বিষয়বস্তু ভিস্যুয়ালের মাধ্যমে দেখতে পাবে। এদিন স্মার্ট ক্লাস রুমে বসে কিভাবে পাঠ্য বিষয়ের অংশ ভিস্যুয়ালের মাধ্যমে উপস্থাপনা করা হবে তা সকলের সামনে উপস্থাপনা করা হয়ে। এদিন উপস্থিত ছিলেন এডিআই ব্রজেন্দ্রনাথ মন্ডল, কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার, সহ-সভাপতি আব্দুল্লা হিল মারুফ, শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার, গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ মন্ডল, জয়েন্ট বিডিও পার্থ সারথি ঘটক, কুলপি গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার সন্দীপ কুমার হালদার, কুলপি থানার ওসি শেখ জাহাঙ্গীর আলি, প্রধান শিক্ষক অরূপ কুমার নস্কর সহ অন্যান্যরা।এই প্রসঙ্গে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, পড়াশোনার পরিবর্তনের যুগে বেশকিছু নতুন পদ্ধতি সামনে এসেছে তাদের মধ্যে স্মার্ট ক্লাসের গুরুত্ব অপরিসীম। এখানে একদিকে যেমন পড়ানো হবে অন্যদিকে ভিস্যুয়ালের মাধ্যমে সেটা ছাত্র-ছাত্রীদের দেখানো হবে। দেখা এবং পড়া দুটো একসঙ্গে হলে পড়াটা ছাত্র-ছাত্রীদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে ও মনের মধ্যে ঢুকে যাবে। ছাত্র-ছাত্রীরা সেটা ভালোভাবে শিখতে পারবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande