নয়াদিল্লি, ১৩ আগস্ট, (হি.স.): দিল্লিতে ডেকে পাঠিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ডঃ মনোজ পন্থকে কড়া বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। কর্তারা জানিয়ে দিলেন, কমিশনের নির্দেশ মতো অভিযুক্ত চার জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে নির্বাচন কমিশনকে৷
ভোটার তালিকায় গরমিলের অভিযোগে রাজ্যের চার জন্য উচ্চপদস্থ আধিকারিক এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷ রাজ্যের যুক্তি মানলেও কমিশনের নির্দেশ যে মানতেই হবে, এদিন খোদ জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মুখ্যসচিবকে তা স্পষ্ট করে দেন বলেই সূত্রের খবর৷
কমিশনের পক্ষ থেকে মুখ্যসচিবকে জানানো হয়, রাজ্যের তদন্ত কমিটি গঠন করেছে সেটা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কোনও বক্তব্য নেই। রাজ্য যা তদন্ত করছে সেটা রাজ্য রাজ্যের মতো করুক। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, সেই ব্যবস্থা রাজ্যকে নিতেই হবে৷
সূত্রের খবর, মুখ্যসচিব যুক্তি দেন, ‘যদি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এ ভাবে পদক্ষেপ নেওয়া হয় তাহলে আগামী দিনে তাঁরা কাজ করতে ভয় পাবেন।’ মুখ্য নির্বাচন কমিশনার মুখ্যসচিবকে বলেন, ‘আজ যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে এটা অন্যান্য রাজ্যে ও দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা আমরা কোনদিন হতে দিতে পারি না।’
রাজ্য যে কমিশনের নির্দেশ মতো পদক্ষেপ করেছে, সেই কমপ্লায়েন্স রিপোর্ট চেয়ে ফের কমিশন রাজ্যকে চিঠি দেবে বলেও মুখ্যসচিবকে জানিয়ে দেওয়া হয়েছে৷ কমিশনের চরমবার্তার পর রাজ্য সরকার এ বার অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করে কি না, সেটাই দেখার৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত