রামবান, ৩০ আগস্ট (হি.স.): মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বানে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় প্রাণ হারালেন ৪ জন। এছাড়াও একজনের কোনও খোঁজ মেলেনি। উদ্ধারকাজ চলছে। শনিবার রামবান জেলার রাজগড় তেহসিলে এই মেঘভাঙা বৃষ্টির ঘটনাটি ঘটেছে। জেলা প্রশাসন জানিয়েছে, রামবানের রাজগড় এলাকায় ভারী বৃষ্টিপাত ও হড়পা বানে ৪ জনের মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন, এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনের কোনও খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ মেঘভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, যার ফলে সম্পত্তির ক্ষতি হয় এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, রামবানের ডিসি মহম্মদ আলিয়াস খানের সঙ্গে কথা হয়েছে। রাজগড় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ৪ জনের মৃত্যু হয়েছে, একজনের খোঁজ চলছে। জিতেন্দ্র জানিয়েছেন, সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তা প্রদান হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা দাস