তিয়ানজিন, ৩০ আগস্ট (হি.স.): সাংহাই সহযোগিতা পরিষদের (এসসিও) রাষ্ট্রপ্রধানদের ২৫-তম বৈঠকে যোগ দিতে চিনের তিয়ানজিন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিয়ানজিনে পৌঁছলে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভারতনাট্যম নৃত্যের মাধ্যমে নৃত্যশিল্পীরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। ভারত মাতা কি জয় ধ্বনিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা।
জাপানে সফর শেষে এদিনই চিনের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩১ আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর সাংহাই সহযোগিতা পরিষদের (এসসিও) রাষ্ট্রপ্রধানদের ২৫-তম বৈঠকে যোগ দেবেন। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার তিনটি মন্দ দিক মোকাবেলা করার প্রাথমিক লক্ষ্য নিয়ে এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল, যা এখনও একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসসিওতে ১০টি সদস্য দেশ রয়েছে। ভারত ছাড়াও রয়েছে বেলারুশ, চিন, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। তিয়ানজিনে আসন্ন ২৫-তম এসসিও শীর্ষ সম্মেলনের কর্মসূচির উপাদানগুলির মধ্যে রয়েছে ৩১ আগস্ট সন্ধ্যায় একটি স্বাগত ভোজসভা এবং পরের দিন, পয়লা সেপ্টেম্বর, সোমবার মূল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এসসিও শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা দাস