মুম্বই, ৩০ অগস্ট (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার মুম্বই সফরে এসে পরিবারের সঙ্গে লালবাগের রাজা গণেশ মণ্ডপে ভগবানের আশীর্বাদ গ্রহণ করেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
এদিন শাহ দলের নেতাদের সঙ্গে বৈঠক করে রাজ্যের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি মুখ্যমন্ত্রী ফড়নবীশের সরকারি বাসভবন বর্ষা বাংলোতেও যান এবং সেখানে গণেশ পুজোয় অংশ নেন। পরবর্তীতে শাহ বান্দ্রায় রাজ্যের মন্ত্রী আশীষ শেলার এবং অন্ধেরিতে বিধায়ক মুরজি প্যাটেলের বাড়িতে প্রতিস্থাপিত গণপতির দর্শন করেন।
উল্লেখযোগ্যভাবে, প্রতি বছর গণেশোৎসব উপলক্ষে অমিত শাহ মুম্বই এসে লালবাগের রাজা সহ অন্যান্য বিখ্যাত মণ্ডপে পুজো ও দর্শন করেন। এ বছর তাঁর সঙ্গে পরিবার এবং নাতিও উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য