নয়ডা, ৩০ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় গত ১১ বছরে দেশে ইলেকট্রনিক্স উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, ইলেকট্রনিক্স উৎপাদন প্রায় ৬ গুণ বেড়েছে। গত ১১ বছরে ইলেকট্রনিক্স রফতানি প্রায় ৮ গুণ বেড়েছে। মোবাইল, ল্যাপটপ, সার্ভার, হার্ডওয়্যারের বিভিন্ন উপাদান, রাউটার - এই সকলের উৎপাদন ভারতেই শুরু হয়েছে।
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার উত্তর প্রদেশের নয়ডায় ভারতের প্রথম টেম্পারড গ্লাস উৎপাদন কারখানা, 'অপ্টিমাস ইনফ্রাকম লিমিটেড'-এর উদ্বোধন করেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, একের পর এক সব যন্ত্রাংশ ভারতে তৈরি হতে শুরু করেছে। মোবাইল ফোনে ব্যবহৃত টেম্পারড গ্লাস কভারের জন্য একটি প্ল্যান্ট উদ্বোধন করা হচ্ছে। এখনও পর্যন্ত টেম্পারড গ্লাস আমদানি করা হয়েছিল। কিন্তু এই প্ল্যান্টে তৈরির মাধ্যমে ভারতে প্রায় ২.৫ কোটি টেম্পারড গ্লাস তৈরি হবে। ভারতে ধাপে ধাপে মূল্য সংযোজন বৃদ্ধি পাচ্ছে। ধাপে ধাপে ভারতে একটি ইলেকট্রনিক্স ইকোসিস্টেম তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত, ইলেকট্রনিক্স উৎপাদন দেশে প্রায় ২৫ লক্ষ মানুষের কর্মসংস্থান করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা দাস