নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.) : ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) বুধবার তাদের বিশেষ সাধারণ সভা চলাকালীন ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারতের দরপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। ভারত ইতিমধ্যেই ২০৩০ সালের গেমসের জন্য আগ্রহ প্রকাশ করেছে, যার আয়োজক শহর আহমেদাবাদ। তবে ৩১ আগস্টের আগে চূড়ান্ত দরের জন্য প্রস্তাব জমা দিতে হবে ভারতকে। এর আগে কানাডা দৌড় থেকে সরে আসার সঙ্গে সঙ্গে, ভারতের ২০৩০ সালের কমন ওয়েলথ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
কমনওয়েলথ স্পোর্টের আধিকারিকদের একটি দল, যার নেতৃত্বে ছিলেন গেমসের পরিচালক ড্যারেন হল, সম্প্রতি দলটি আহমেদাবাদ সফর করেছেন ভেন্যুগুলি পরিদর্শন করতে এবং গুজরাট সরকারের আধিকারিকদের সঙ্গে দেখা করতে। চলতি মাসের শেষের দিকে, কমনওয়েলথ স্পোর্টসের আরও একটি বৃহত্তর প্রতিনিধি দল আহমেদাবাদে আসার কথা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি