মুম্বই, ১৩ আগস্ট (হি.স.): অবশেষে বুধবার মুক্তি পেল পরিচালক অনুরাগ কাশ্যপের ছবি 'নিশাঞ্চি'- র প্রথম গান ডিয়ার কান্ট্রি । গানটি গেয়েছেন বিজয় লাল যাদব । গানের কথা ও সুরে রয়েছে দেশপ্রেম ও লোকসংগীতের মিশেল। এই ভিন্নস্বাদের গান শ্রোতাদের আকৃষ্ট করবে বলেই আশা রাখছেন পরিচালক। বুধবার সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করে পরিচালক লিখেছেন , গানটি একবার শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইলো।
ইতিমধ্যেই ৭ আগস্ট মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপের ছবি 'নিশাঞ্চি - র টিজার। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর । তা নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। এই ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন ঐশ্বর্য ঠাকরে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন বেদিকা পিন্টো, মনিকা পানওয়ার, মহম্মদ জিশান আইয়ুব, পীযূষ মিশ্র, মনন ভরদ্বাজ, বরুণ গ্রোভার এবং কুমুদ মিশ্রের মতো অভিনেতারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক