ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
।। রাজীব দে ।। ঢাকা, ১৬ আগস্ট (হি.স.) : আজ শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৫। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, নৌবাহিনী প্রধান অ্যাডম
বক্তব্য পেশ করছেন সেনাপ্রধান জেনারেল   ওয়াকার-উজ-জামান


তিন বাহিনী-প্রধান সহ অন্যরা


ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসবে নৃত্য পরিবেশন


।। রাজীব দে ।।

ঢাকা, ১৬ আগস্ট (হি.স.) : আজ শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৫। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

তিন বাহিনী প্রধানের এই যৌথ উপস্থিতি উৎসবকে আরও বর্ণাঢ্য করেছে এবং ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande