ওয়াশিংটন, ১৯ আগস্ট (হি.স.): ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কি খুব শীঘ্রই মুখোমুখি বসবেন, এমনটাই আশা প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি আশা করছেন খবু শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে।
ভলোদিমির জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে ‘খুব ভাল’ বৈঠক হয়েছে তাঁর। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের খুব ভাল এবং গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা খুবই সংবেদনশীল বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি।” এ দিনের বৈঠক হয়েছিল, ভূমি বিনিময় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। ইউক্রেন ও রাশিয়া শান্তি চুক্তির জন্য কী ভূমিকা পালন করবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের মধ্যে বৈঠক শেষে জেলেনস্কি জানান, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে অস্ত্র কেনা নিয়ে আলোচনা হয়। ইউক্রেনের নিরাপত্তার কথা মাথায় রেখে ইউরোপীয় তহবিল থেকে ৯০০০ কোটি ডলার তাদের দেওয়া হবে যাতে তারা আমেরিকা থেকে অস্ত্র কিনতে পারে। পাশাপাশি, জেলেনস্কির আরও একটি প্রস্তাব ছিল, ইউক্রেন যেই ড্রোন তৈরি করবে, তার মধ্যে কিছু আমেরিকাকে কিনতে হবে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের ধন্যবাদ জানান। তিনি তাঁর সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ লেখেন, “ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার স্টাব, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভনডের লেইন এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে আমার খুব ভাল বৈঠক হয়েছে। বৈঠকে আমরা ইউক্রেনের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছি। এ ব্যাপারে ইউরোপীয় দেশগুলি তাদের সহমত জানিয়েছে। রাশিয়া-ইউক্রেনের ‘শান্তিচুক্তি’ নিয়ে সবাই খুব খুশি।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা