জাকার্তা, ১৭ আগস্ট (হি.স.): রবিবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। এদিন সেদেশের মধ্য সুলাওয়েসির এলাকায় রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ঘটনায় ২৯ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে। প্রসঙ্গত, অবস্থানগত ভাবে ইন্দোনেশিয়া দেশটি 'প্যাসিফিক রিং অফ ফায়ার'-এর মধ্যে পড়ে। যে এলাকায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়ে থাকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ