মালদায় পাচারের আগেই ১৪১টি কচ্ছপ সহ ধৃত ১০ জন
মালদা, ১৮ আগস্ট (হি. স.) : পাচারের আগেই ১৪১টি কচ্ছপ সহ ১০ জনকে গ্রেফতার করল আরপিএফ । উদ্ধার হওয়া কচ্ছপগুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে। বনদফতরের মালদা রেঞ্জের আধিকারিক সরস্বতী বিশ্বাস জানান, আরপিএফ আ
মালদায় পাচারের আগেই ১৪১টি কচ্ছপ সহ ধৃত ১০ জন


মালদা, ১৮ আগস্ট (হি. স.) : পাচারের আগেই ১৪১টি কচ্ছপ সহ ১০ জনকে গ্রেফতার করল আরপিএফ । উদ্ধার হওয়া কচ্ছপগুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।

বনদফতরের মালদা রেঞ্জের আধিকারিক সরস্বতী বিশ্বাস জানান, আরপিএফ আধিকারিকদের থেকে জানতে পেরেছি, ফরাক্কা এক্সপ্রেস থেকে মোট ১৪১টি কচ্ছপ উদ্ধার হয়েছে। তারমধ্যে ১৩৩টি কচ্ছপ জীবিত রয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি প্রায় দেড় কেজি থেকে ৪৭ কেজি ওজনের। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বনদফতরের হেপাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। এরপর আমরা কচ্ছপগুলির মেডিকেল চেক-আপ করব। পরে আদালতের অনুমতি নিয়ে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে।’

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande