মোরাদাবাদ, ১৯ আগস্ট (হি.স.): রামগঙ্গা নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় উত্তর প্রদেশের মোরাদাবাদে বন্যা পরিস্থিতির সৃষ্টি হল। নদীর জল পৌঁছে গিয়েছে কৃষি জমিতে। মাটিতে মিশে গিয়েছে বিঘার পর বিঘা আখ গাছ। ক্ষতিগ্রস্ত কৃষক সঞ্জয় বলেন, আখ ছিল, ধান ছিল, বন্যায় সবকিছু নষ্ট হয়ে গেছে। যখন জলস্তর কমে যাবে, তখন আমাকে আবার সব ফসল লাগাতে হবে। এতে ২০,০০০ টাকার ক্ষতি হয়েছে। সরকারের এটা নিয়ে ভাবা উচিত। আমাকে আবার ঋণ নিতে হবে।
রামগঙ্গা নদীতে বন্যার কারণে ফসল নষ্ট হওয়ার বিষয়ে মোরাদাবাদের উদ্যান পালন বিভাগের বিভাগীয় পরিসংখ্যান আধিকারিক হরজিৎ সিং বলেন, ক্ষতির সঠিক হিসাব এখনও আমাদের কাছে নেই। 'ফসল বীমা যোজনা'র অধীনে কৃষকদের বীমা থাকলে, তাঁদের সেই অনুযায়ী বীমা করা হবে। সরকার কৃষকদের ক্ষতিপূরণ নির্ধারণ করবে। আমরা যতটা সম্ভব কৃষকদের সাহায্য এবং দিকনির্দেশনা দিচ্ছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা