নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): ভাষাগত বৈচিত্র্যকে অন্তর্ভুক্ত করতে নেভা-য় নানা বৈশিষ্ট্য সংযোজিত হয়েছে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, এক্ষেত্রে মূলত ৩টি দিক হল :
১. সংবিধানের অষ্টম তপশিলে ইংরাজি সহ মোট ২২টি আঞ্চলিক ভাষাকে নিয়ে ভাষিণীর মাধ্যমে নেভা জন পোর্টালে মেশিনভিত্তিক অনুবাদের সংযোজন ঘটানো হয়েছে। প্রত্যেক রাজ্য বিধানসভা ভিত্তিক পোর্টাল এবং হোমপেজকে এর আওতায় নিয়ে আসা হয়েছে।
২. রাজ্য ভিত্তিক আঞ্চলিক ভাষাগুলিকে ব্যবহারের স্বার্থে ইন্টারফেস কনফিগারেশন ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছে।
৩. ডিজিটাল বুকে ভাষা ভিত্তিক টগলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনভিত্তিক এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরের সাহায্য নিতে পারে।
এই সমস্ত বৈশিষ্ট্যগুলি রাজ্যস্তরে কার্যকরী রয়েছে, নেভা প্ল্যাটফর্মেও সরাসরি তার সুবিধা পাওয়া যায়।
ভাষিণীর মাধ্যমে মেশিন মারফত স্বয়ংক্রিয় অনুবাদ নেভা-র জন পোর্টালে সংযোজিত হয়েছে। এছাড়াও আইনসভা এবং সচিবালয় স্তরেও এই সুবিধা সম্প্রসারিত। ভাষার ব্যবহারিক স্বার্থে এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
রাজ্যসভায় সোমবার এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন সংসদ বিষয়ক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ