বিজাপুর, ১৮ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জওয়ানের। এছাড়াও আরও দু'জন জওয়ান আহত হয়েছেন। বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে এই হতাহতের ঘটনা।
সোমবার সকালে পুলিশের এক কর্তা জানিয়েছেন, বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকায় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জওয়ানের। এছাড়াও আরও দু'জন জওয়ান আহত হয়েছেন। আহত দুই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা