প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা পুতিনের, মোদীকে বন্ধু আখ্যা দিলেন রুশ প্রেসিডেন্ট
নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করেছেন রুশ প্রেসিডেন্ট। এই কথোপকথনের
ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন, দিনক্ষণ এখনও ঠিক হয়নি


নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করেছেন রুশ প্রেসিডেন্ট।

এই কথোপকথনের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই এক্স মাধ্যমে টুইট করে জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, আমার বন্ধু, রাষ্ট্রপতি পুতিনকে ফোন করার জন্য এবং আলাস্কায় রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকের বিষয়ে অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এই বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে। আগামী দিনগুলিতে আমাদের অব্যাহত আদান-প্রদানের জন্য আমি মুখিয়ে আছি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande