বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ গ্রাহকদের হামলা নিগমের অফিসে, কর্মীদের মারধর, অগ্নিসংযোগ
পেঁচারথল (ত্রিপুরা), ১৮ আগস্ট (হি.স.) : রাতের আঁধারে ত্রিপুরায় বিদ্যুৎ গ্রাহকদের রোষাণলের শিকার নিগমের ঊনকোটি জেলার পেঁচারথল অফিস। বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা হাজির হলেন অফিসে। ভাংচূর করা হল অফিসের সরঞ্জাম। আগুন দিয়ে পোড়ানো হল অফিসের কারিগরি জিন
বিদ্যুৎ নিগমের অফিসে হামলা


পেঁচারথল (ত্রিপুরা), ১৮ আগস্ট (হি.স.) : রাতের আঁধারে ত্রিপুরায় বিদ্যুৎ গ্রাহকদের রোষাণলের শিকার নিগমের ঊনকোটি জেলার পেঁচারথল অফিস। বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা হাজির হলেন অফিসে। ভাংচূর করা হল অফিসের সরঞ্জাম। আগুন দিয়ে পোড়ানো হল অফিসের কারিগরি জিনিসপত্র। দৈহিক নিগ্রহের শিকার কন্ট্রোল রুমে কর্তব্যরত দুই কর্মী। ঘটনা ঊনকোটি জেলার পেঁচারথল নিগম অফিসে।

বিদ্যুতের বেহাল পরিষেবায় তিতিবিরক্ত হয়ে ক্ষুব্ধ জনতার হামলার শিকার নিগম অফিস। নিগৃহিত বিদ্যুৎ কর্মীরা। একদিকে বিদ্যুতের স্মার্ট মিটার বসানো নিয়ে চরম অসম্তোস ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে তার উপর তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল অবস্থা গ্রাহকদের। কোথাও ঘন্টার পর ঘন্টা, কোথাও আবার দিনের পর দিন বন্ধ বিদ্যুৎ পরিষেবা। এই পরিস্থিতিতে গ্রাহকদের ক্ষোভ আছড়ে পড়েছে নিগম অফিসে।

এবারে ক্ষুব্ধ গ্রাহকদের প্রতিবাদ নিগমের পেঁচারথল অফিসে রবিবার রাতে। টানা দু'দিন ধরে বিদ্যুৎ নেই সংশ্লিষ্ট অফিসের অধীনস্ত কয়েকটি এলাকায়। তীব্র গরম তার উপর বিদ্যুৎ না পেয়ে উত্তেজিত হয়ে রাতে গ্রাহকরা পৌঁছেন নিগমের অফিসে। তারা ভাংচুর চালায় কন্ট্রোল রুমে এবং অফিসের কর্মীদের নিগ্রহ করে বলে অভিযোগ।

পরে আন্দোলন আছড়ে পরে অফিসের পাশে থাকা অসম-আগরতলা জাতীয় সড়কে। রাস্তায় আগুন দিয়ে পোড়ানো হয় অফিসের চেয়ার টেবিল সহ বহু মূল্যের বৈদ্যুতিক ক্যাবল।

এনিয়ে অফিসের সিনিয়র মেনেজার সুরঞ্জন দেবনাথ জানান, দিনভর প্রাক পূজা মেরামতির জন্য বন্ধ ছিল বিদ্যুৎ পরিষেবা। পরে রাতে লাইন চালু হতেই লক্ষ্মনছড়া, নালকাটা সহ কয়েকটি এলাকায় গোলযোগ দেখা দেয়। রাত হয়ে যাওয়ায় তা আর সারাই করা সম্ভব হয়নি। এর পরই কিছু দুষ্কৃতিকারী অফিসে তাণ্ডব চালায় বলে জানান তিনি।

তিনি আরও জানান, দুষ্কৃতিকারীরা অফিসে গিয়ে প্রথমে সব এলাকার লাইন বন্ধ করে এলাকা অন্ধকারে ডুবিয়ে দেয়। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশের সহায়তায় জনতাকে সকালে লাইন সারাইয়ের আশ্বাস দেওয়া হয়। তিনি জানান, ঘন জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিদ্যুৎ লাইন, সেখানেই ত্রুটি দেখা দেয়। যার ফলে রাতে জঙ্গলে ঢুকে লাইন সারাই করা সম্ভব হয়নি আর এতেই এই ঝামেলার সৃষ্টি বলে জানান সিনিয়র মেনেজার।

সুরঞ্জন দেবনাথ আরও জানিয়েছেন, ঘটনার সময় কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন নিগম কর্মী নবকুমার চাকমা এবং বিধান সরকার। দুষ্কৃতিরা নবকুমার চাকমার উপর আক্রমণ করে এবং বিধান সরকারকে শারীরিকভাবে নিগ্রহ করে। এই ঘটনায় নিগমের তরফ থেকে মামলা দায়ের করা হয় পেঁচারথল থানায়। ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক, থানার ওসি সহ বিশাল সংখ্যায় পুলিশ গিয়ে গভীর রাতে পরিস্থিতি সামাল দেয় বলে জানান সিনিয়র মেনেজার।

জানা গিয়েছে, শনিবার রাত থেকেই ঝড় বৃষ্টির কারণে বিদ্যৎহীন হয়ে পড়ে এলাকা। রবিবার রাত পর্যন্ত দেখা নেই বিদ্যুতের। আর তাতেই এই ঝামেলার সৃষ্টি। এই ঘটনার জেরে রাতে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল।

স্থানীয়রা জানিয়েছেন, অনেকদিন ধরেই নিগমের কদর্য পরিষেবা নিয়ে রিতিমত হাপিয়ে উঠেছেন গ্রাহকরা। আর এর বহিঃপ্রকাশ এদিন ঘটল একেবারে নিগম অফিসে। নিগমের ভূমিকায় যেভাবে গ্রাহকদের মাঝে ক্ষোভ বাড়ছে তাতে এধরনের আরও বড় ঘটনা যে আগামীতে অন্যকোন অফিসে হবে না তার নেই কোন নিশ্চয়তা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande