শিলচর (অসম), ২৯ আগস্ট (হি.স.) : জম্মুতে সংঘটিত আকস্মিক বন্যায় কর্তব্যরত অবস্থায় শহিদ বিএসএফ কনস্টেবল রাজীব নুনিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার এক আবেগঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাছাড় জেলার অন্তর্গত উধারবন্দের দয়াপুর দ্বিতীয় খণ্ডে। জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা বীর শহিদকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
অনুষ্ঠানে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা, ধলাই সম-জেলা আয়ুক্ত এবং অতিরিক্ত জেলা আয়ুক্ত (ডিডিএমএ) রক্তিম বরুয়া সহ বহু পদস্থ আধিকারিক শহিদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। ত্রিবর্ণরঞ্জিত কফিনের সামনে এক মিনিট নীরবতা পালন করে তাঁরা শহিদের আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধা জানান।
বক্তব্য পেশ করতে গিয়ে জেলাশাসক মৃদুল যাদব গভীর শোক প্রকাশ করে বলেন, “কনস্টেবল রাজীব নুনিয়ার সাহসিকতা ও জাতির প্রতি তাঁর অবিচল নিষ্ঠা চিরকাল গৌরবের সঙ্গে স্মরণীয় থাকবে। এই শোকের সময়ে জেলা প্রশাসন তাঁর পরিবার, সহকর্মী ও বিএসএফ-এর সকল সদস্যদের পাশে রয়েছে।”
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস